Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

বিটকয়েন সম্পর্কে জানুন [ বিটকয়েন কী, কিভাবে আর্ন করা সম্ভব ]

আসসালামু আলাইকুম।
বিটকয়েন নিয়ে প্রথম লিখছি। বিটকয়েনসম্পর্কে খুব একটা না জানলেও খুব একটা খারাপ জানি না।
আজকের পোস্টে বিট কয়েন এর উপর একটা সাধারণ ধারনা দেওয়ার চেষ্টা করব।




তবে তার আগে চলুন বিটকয়েনের ইতিহাস সম্পর্কে এবং এর একক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
বিটকয়েন হচ্ছে ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হও্যা সাংকেতিক মুদ্রা। একে দেখা বা ছোয়া যায় না, এটি তৈরী হয় অনলাইনেই, এবং সা অনলাইনেই ব্যাবহৃত হয়।
২০০৮ সালে সাতোসি নাকামোতো এই মুদ্রা ব্যাবস্থার প্রচলন করেন।

এবার আসা যাক বিটকয়েন সম্পর্কিত কিছু কিছু এককের ধারণায়-
  • 1 MBTC = 1000000 BTC
  • 1 uBTC = 0.00000 BTC
  • 1 mBTC = 0.001 BTC
  • 1 satoshi = 0.00000001 BTC

1 BitCoin= 521.33 USD$


আপনার বিটকয়েন কোথায় পাবেন এবং কোথায় রাখবেনন ঃ-
আপনার বিটকয়েন রাখার জন্য অবশ্যই আপনার একটা বিটকয়েন ওয়ালেট লাগবে। বিটকয়েন ওয়ালেট আপনি কয়েনবেস থেকে পেতে পারেন। ওয়ালেট এর জন্য এখনই Coinbase -এ গিয়ে আপনার ই-মেইল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে একটা একউন্ট খুলে নিন।
বিটকয়েন পাওয়ার জন্য জন্য অবশ্যই আপনাকে যে সকলসাইট থেকে বিটকয়েন আর্ন করা সম্ভব সেগুলো থেকে একটা একাউন্ট করে নিতে হবে


বিটকয়েন এড্রেসস ঃ-
বিটকয়েন আর্ন করার জন্য আপনাকে অবশ্যই বিটকয়েন এড্রেস এর অধিকারী হতে হবে।
বিটকয়েন এড্রেস কোথায় পাবেন ভাবছেন...?
কোনো সমস্যা নাই। আপনার কয়েনবেস একাউন্ট থেকেই এই এড্রেস পাবেন। এজন্য প্রথমে সেটিংস > বিটকয়েন এড্রেস -এ ক্লিক করুন। তারপর অইখানে আপনি Create a new - তে ক্লিক করলেই নতুন একটা এড্রেস পেয়ে যাবেন।




নোটঃ মনে রাখবেন, প্রত্যেকটি সাইটের জন্য আলাদা একটা করে এড্রেস তৈরী করবেন। তা না হলে বিপদে পড়বেন।

এবার আসা যাক বিটকয়েন আর্ন করার পদ্ধতিতে ঃ-
বিটকয়েন আর্ন করার কয়েকটি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় মনে হয় মাইনিং আর কল।
তবে পিটিসি এবং ট্রেডিং এর মাধ্যমেও আর্ন করা যায়।
তবে সবচে সহজলভ্য হলো কল করা।

আমি নিজেও কলিং করি। আমি যে সাইট থেকে আর্ন করি সেটা হচ্ছে Free Co.in



এটাতে শুধুমাত্র ক্যাপচা পূরণ করেই বিটকয়েন আর্ন করা সম্ভব। তবে আপনি বাজি বা জুয়া খেলে আপনার বিটকয়েন বাড়াতে পারেন।
তবে বাজি বা জুয়া ধরা আমার মতে ঠিক না, এতে করে আপনি আপনার কষ্টার্জিত কয়েন হারাতে পারেন।


Free Co.in -এ SignUp করতে ছবির উপর  ক্লিক করুন।

Sign Up


কল বা ক্যাপচা পুরণ করে বিটকয়েন আর্ন করার আরোও একটা ট্রাস্টেড সাইট হচ্ছে faucet.bitcoinzebra.com
এইসাইটে আপনার কোনো একাউন্ট খোলা লাগবে না। শুধু মাত্র আপনি আপনার বিটকয়েন এড্রেস দিয়েই কাজ করতে পারবেন।




faucet.bitcoinzebra.com SignUp করতে এখানে ক্লিক করুন।


কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটা পারি সাহায্য করব।
সামনে বিটকয়েন নিয়ে আরোও পোস্ট করব ইনশাল্লাহ...!!
ততদিনের জন্য বিদায়।

Edit Any Website


Dear visitor , today I will show you how to edit any website.
For this reason follow these steps :

=> Copy the code first :

javascript:
document.body.contentEdit
able = 'true';
document.desingMode =
'on'; void 0

=> Now go to any website as you want.

=>At this time paste the code above in the address area :



=>And hit enter.
=>Now click on any images or text and edit it.

Thank you for reading this.

Send Free SMS :)


Want to send free sms ? Don't worry . I have a site in my collection to send free sms .

* First click here to go to the sms site.
* No need to sing up just scroll down . You will see sending box. Header is SMS Server #2
* Now select your country, type first 3 numbers of yours and the next text box type your other number.
* At this time type your sender number.
* Finally write your massage, fill up captcha and click the Send button.

Your sms will be reach within some times.
BTCClicks.com 9Earn Bitcoin)