Viber, Line, Whatsapp, Tango, MyPeople বন্ধ...? কোনো চিন্তা নেই, এবার BTRC -কে বুড়ো আঙ্গুল দেখিয়ে Viber, Line, Whatsapp, Tango, MyPeople ব্যবহার করুন নিশ্চিন্তে





বর্তমানে Viber, Line, Whatsapp, Tango, MyPeople হচ্ছে সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং বা যোগাযোগ অ্যাপস। কিন্তু সম্প্রতি কিছু নিরাপত্তা জনিত কারণে আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছে বিটিআরসি। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। তবে এত নিষেধাজ্ঞা থাকা সত্বেও আপনি এই অ্যাপসগুলো চালাতে পারে একদম নিশ্চিন্তে।
এটার জন্য আপনাকে যা করতে হবে তা হলো, নিচে থেকে SuperVPN Client নামিয়ে নিন
লিংকঃ http://www.mediafire.com/download/634unnubb4fu2uy/SuperVPN_1.5.2_23(2).apk

অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করুন Super VPN Client নামে।
ইন্সটল করা হয়ে গেলে Connect লেখা বাটনে চাপ দিন।



        • এরপর নিচের মত I trusted this application এ টিক  চিহ্ন দিন।


এরপর মিনিমাইজ করে নাকে তেল দিয়ে ইউজ করুন  Viber, Line, Whatsapp, Tango, MyPeople। আর বুড়ো আঙ্গুল দেখান BTRC- কে... :)
 

0 comments:

Post a Comment

BTCClicks.com 9Earn Bitcoin)