Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts

NotePad Tricks-2:এখন থেকে কথা বলবে আপনার কম্পিউটার ও


আপনি কি গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ এর "এই শুভ্র, এই" উপন্যাসটা পড়েছেন ?
পড়ে থাকলে নিশ্চয়ই মনে আছে যে গল্পের এক জায়গায় দেখা যায় যে শুভ্র তার কম্পিউটারের জন্য একটা প্রোগ্রাম লেখে । যেটা কোনো কিছু টাইপ করলে তার ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর মতো মিউজিক বাজে। 

আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে আপনি হয়তো কোনো কিছু টাইপ করলে তার ব্যাকগ্রাউন্ডে পিয়ানোর মতো মিউজিক বাজাতে পারবেন না কিন্তু আপনি যা যা টাইপ করবেন তা কম্পিউটারকে দিয়ে বলাতে পারবেন।


এর জন্য আপনার নোটপ্যাড ওপেন করুন আর নিচের কোডটা কপি করে পেস্ট করুনন ঃ

 

এখন এটাকে .vbs এক্সটেনশন দিয়ে সেভ করুন।
ফাইলটিকে রান করান আর ইনপুট ফিল্ডে কোনো কিছু লিখে ওকে বাটন চাপুন আর মজা দেখুন।

ধন্যবাদ।

উইন্ডোজ ৭ এর লুকানো থিমগুলো ব্যবহার করুন খুব সহজেই

এখনকার প্রায় সব কম্পিউটার ইউজাররাই উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকেন।
আপনি কি জানেন যে আপনার উইন্ডোজ এ বেশ কয়েকটি লুকানো থিম থাকে ?
আসলে আপনি আপনার উইন্ডোজ় এর জন্য কোন ভাষাটি নির্বাচন করেছেন তার উপর নির্ভর করে আপনাকে একটি থিম দেও্য়া হয়। আপনি কিন্তু চাইলেই লুকানো অন্য থিমগুলো ব্যাবহার করতে পারেন।



এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ


১.প্রথমে উইন্ডোজ এর রান অপ্সহন এ যান । টাইপ করুন globalization এবং এন্টার কি চাপুন।


২. এখন আপনার সামনে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এবার নতুন এই উইন্ডোর সার্চ বক্সে mct লিখে সার্চ করুন।
৩. সার্চ সম্পন্ন হলে আপনারা কিছু MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US এবং MCT-ZA নামের ফোল্ডার দেখতে পাবেন।
৪. এই ফোল্ডারগুলো ওপেন করলে এদের মধ্য Theme নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। এদের ওপেন করলেই আপনি পেয়ে  যাবেন উইন্ডোজ ৭ এর লুকানো থিমগুলো।


Notepad Tricks-1: Make your NotePad as your logbook or diary

By using this trick you can make your note pad as personal your logbook or diary which will automatically include the current time and date bofore your note.
To create this open your notepad and type .LOG , make sure you have writen it in cappital letters.Press enter and save your file.





Now each and every time you open your note pad, it will show the current time and date before your note. All you have to do is to just write down tour note and save it each and every time before quite.

This trick will work on every windows.

পেনড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করুন





অনেক সময় আমাদের ব্যাবহারকৃত পেন্ড্রাইভ Write Protected হয়ে যায় বা দেখায়। এমন অবস্থায় এতে না করা যায় কিছু কপি করা আর না করা যায় কিছু পেস্ট করা। Write Protection অবস্থায় পেন্ড্রাইভ ফ্ল্যাশ দেওয়া ও যায় না।
এর থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি।

তো নিচের স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করুন।আশা করি আজ থেকে আপনিও পারবেন আপনার পেন্ড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করতে :D

নিচের ছবিটা লক্ষ্য করুন। পেন্ড্রাইভ Write Protection এ থাকলে এমনই একটা বার্তা প্রদর্শন করে।



Sollution:

1.স্টার্ট মেন্যুতে যান >>Run আর ইনপুট ফিল্ডে লিখুন regedit এবং এন্টার প্রেস করুন।
2.এখন নিচের Path ফলো করুনঃ
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
 
3.এখন WriteProtect এর উপর ডাবল ক্লিক করুন।
Data Value এর মান 0 করে দিন।
 
 
 
এরপর Registry থেকে বের হয়ে কম্পিউটার রিস্টার্ট দিন।
 আপনার কাজ শেষ। এখন চেক করে দেখুন আপনি পেনড্রাইভের Write Protection কে পুরাই বিদায় করতে পেরেছেন।
আর কোনো  সমস্যা হলে কমেন্ট বক্সে লিখুন।
ধন্যবাদ।


নিজে নিজেই ঠিক করুন আপনার নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ড

তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। 
এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি। 




 এ জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে এন্টার করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।


 কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

 এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।..




এই ট্রিকটি আমি নিজে ব্যাবহার করি নি, তাই উপরে বর্ণিত স্টেপগুলো আপনার নিজের দায়িত্বে করবেন।
                                                                                                                                (সুত্রঃকপি পেস্ট)

আপনার কম্পিউটারের জন্য নিয়ে নিন MB-Assassin Cursor Pack

আমাদের সকলের কম্পিউটারেই ডিফল্ট কিছু কার্সর দেওয়া থাকে।মাঝে মাঝে এই ডিফল্ট কার্সরগুলো ব্যাবহার করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই। তাই চলুন ,আজ আমি আপনাদের দেব MB-Assassin Cursor Pack।
এই প্যাকে আপনারা পাবেন ৫ কালারের মাউস কার্সর।
যা আপনার প্রিয় কম্পিউটার অপারেট করতে আপনাকে দেবে অন্য রকম আনন্দ।

ইনস্টলেশনঃ
ইনস্টল করার জন্য শুধুমাত্র "Install" লেখা ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে "Install" সিলেক্ট করুন।




Download


N.B.:এই ফাইল আমার আপলোড করা নয়।তবুও কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ...!

Speed Up Your Brodband System [Dont miss it]




Use a slow brodband ? Don't worry. Here is a tricks for you about how to speed up your brodband system.
Follow these steps bellow :

Go to Start Menu and select Run.

Type "gpedit.msc" in the text area and hit enter.

At this time you will see Local Computer Policy.

Now expand the Administrative Templates branch.

Click Network branch to expand it.

Open QoS Packet Scheduler.

Move your mouse point and dubble-click on the Limit Reservable Bandwidth.

Now click on Enabeled check box.

Hmm.... you have done well. But your job is not finish yet.

  At this time change your Bandwidth limit 20% to 0%.

osss.... !!! After that click Apply → OK

Now Restart your computer for changes.

After restart enjoy a high speed on your brodband system .

Make A Private Invisible Folder Without Any Soft

Want to make a private invisible folder without any soft ?
I will show you how to do it.
Lets make one
First of all go to any drive (not desktop) and create a folder with any name.
Now move your courser on the folder and click your right mouse button and select Rename.
Then press Alt + 0160
Then you will see nothing but a blank space. Now hit enter.



Now click your right mouse button again and go to propertise and click the Costomize button.



After that click on Change icon... button and select a blank icon.



And click OK > Apply > OK
Got it ...?Then you are done...!



Now you can keep your private information into the folder.

Speed Up Your Computer With Notepad [DON'T MISS IT]


                                     
                   
















 Sometimes our computer works slow. Today I will show you how to speed up your computer without any soft.
You just need a notepad.
Open your notepad and type the code bellow :

mystring=(80000000)

Now save it as ram.vbe. Remember the extention of the file must be .vbe.

Now open the file and restart your system.
And enjoy your computer with high speed.

Find Out Who's Connected To Your PC [easy]

You can see who's connected to your PC. Lets find out them . Its very easy.

First go to Start menu and click Run.
Now type this word  [cmd]  in the text box and hit Enter.



You will see a new window like this (your text color can be green)


Now type netstat and hit Enter. You will be able to see who's connected to your PC.


BTCClicks.com 9Earn Bitcoin)