উইন্ডোজ ৭ এর লুকানো থিমগুলো ব্যবহার করুন খুব সহজেই

এখনকার প্রায় সব কম্পিউটার ইউজাররাই উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকেন।
আপনি কি জানেন যে আপনার উইন্ডোজ এ বেশ কয়েকটি লুকানো থিম থাকে ?
আসলে আপনি আপনার উইন্ডোজ় এর জন্য কোন ভাষাটি নির্বাচন করেছেন তার উপর নির্ভর করে আপনাকে একটি থিম দেও্য়া হয়। আপনি কিন্তু চাইলেই লুকানো অন্য থিমগুলো ব্যাবহার করতে পারেন।



এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ


১.প্রথমে উইন্ডোজ এর রান অপ্সহন এ যান । টাইপ করুন globalization এবং এন্টার কি চাপুন।


২. এখন আপনার সামনে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এবার নতুন এই উইন্ডোর সার্চ বক্সে mct লিখে সার্চ করুন।
৩. সার্চ সম্পন্ন হলে আপনারা কিছু MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US এবং MCT-ZA নামের ফোল্ডার দেখতে পাবেন।
৪. এই ফোল্ডারগুলো ওপেন করলে এদের মধ্য Theme নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। এদের ওপেন করলেই আপনি পেয়ে  যাবেন উইন্ডোজ ৭ এর লুকানো থিমগুলো।


0 comments:

Post a Comment

BTCClicks.com 9Earn Bitcoin)